DBBL Rocket Account থেকে ডায়াল *৩২২#

1. Bill Pay
1. Self (আবেদনকারী নিজ অভিভাবকের নম্বর হতে ফি পরিশাধের জন্য)
Or
2. Other (Agent) বা অন্য কারো নম্বর হতে ফি পরিশোধ করলে Other Select করার পরে আবেদনকারীর অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে।
0. Others নির্বাচন করুন ।
# Enter Biller ID: এখানে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের Biller ID 2188 বসাতে হবে। # Enter Bill Number: এখানে শিক্ষার্থীর Student ID বসাতে হবে। # Enter Amount: এখানে বকেয়া ফিস কত হয়েছে বা কত টাকা পরিশোধ করতে হবে সেই পরিমান টাকা লিখুন (Rocket চার্জ আলাদা ভাবে কর্তন করা হবে )। # Rocket Account এর Pin দিন এবং Payment সম্পূর্ণ করুন।